মিনিস্টার ফ্রিজের সৌজন্যে সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া বিলে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত - HR News BD24

Hafizur Rahman

Breaking News

Post Top Ad

Post Top Ad

Monday, July 22, 2019

মিনিস্টার ফ্রিজের সৌজন্যে সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া বিলে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত

সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া বিলে পাটকেলঘাটা মিনিস্টার ফ্রজের সৌজন্যে বিরাট ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। প্রতিযোগিতায় সাতক্ষীরা,যশোর ও খুলানার ১৩ টি ঘোড়া অংশো গ্রহন করে।
গতকাল শনিবার বিকালে ওই ঘোড় দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসোবে পুরুষ্কার বিতারন করেন,তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। জালালপুর ইউনিয়নের চেষারম্যান এম,মফিদুল হক লিটুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, তালা উপজেলার ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও এসএটিভির সাতক্ষীরা প্রতিনিধি শাহীন গোলদার, মিনিষ্টার গ্রুপের রিজিওনাল ম্যানেজার ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান, জালালপুরের আওয়ামীলগের সদস্য ইন্দ্রজিৎ দাশ বাপী ও স্থানীয় ইউপির সদস্যরা। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন যশোরের অভয়নগর উপজেলার হাজী ওসমান আলীর পাখি ঘোড়া,
দ্বিতীয় হয়েছেন মাগুরার মোহাম্মদপুরের খাদিজার কালাচাঁদ ঘোড়া,
তৃতীয় হয়েছেন যশোরের অভয়নগরের অানোয়ার হোসেন শেখ অাল্লারদান ঘোড়া।
পরে বিজয়ীদের মধ্যে মিনিস্টার ফ্রিজ ও এলইডি পুরুষ্কার বিতারন করা হয়। ঘোড় দৌড় প্রতিয়োগিতা সার্বিক পরিচালনা করেন মোঃ জাহাঙ্গীর হোসেন।

No comments:

Post a Comment

Post Top Ad