আশাশুনিতে তথ্য অধিকার আইন বিষয়ক অবহিতকরণ সভা - HR News BD24

Hafizur Rahman

Breaking News

Post Top Ad

Post Top Ad

Monday, July 22, 2019

আশাশুনিতে তথ্য অধিকার আইন বিষয়ক অবহিতকরণ সভা

আশাশুনিতে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ মে) সকাল ১০ টায় উপজেলা এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা প্রশাসন আশাশুনি ও তথ্য কমিশন বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মূল আলোচনা উপস্থাপন করেন, সাবেক যুগ্ম সচিব (তথ্য মন্ত্রণালয়) মোঃ আবুল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) পাপিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন স্তারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তথ্য অধিকার আইনের উদ্দেশ্য, তথ্য বলতে কি বুঝায়, আইনের আওতায় তথ্য অধিকার কি, তথ্য কোথা থেকে পাওয়া যাবে, তথ্য কি কি প্রক্রিয়ায় পাওয়া যাবে, কর্তৃপক্ষ কোন কোন তথ্য সরবরাহ করতে বাধ্য নয় এবং যে সকল সংস্থা অব্যাহতি প্রাপ্ত, দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, তথ্য আবেদনকারীগণকে সহায়তা প্রদান, স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ, তথ্যের জন্য আবেদন কি ভাবে করা যাবে, তথ্য প্রাপ্তির আবেদন গ্রহণ ও তদপ্রেক্ষিতে তথ্য সরবরাহ, তথ্য প্রাপ্তির আবেদন সঠিক দপ্তরে দাখিল না হলে করণীয়, তৃতীয় পক্ষের তথ্য সরবরাহের নিয়মাবলী, তথ্যের মূল্য নির্ধারণপূর্বক অবহিতকরণ, আদায় ও জমা প্রদান, আপীল দায়ের সংক্রান্ত করণীয়, অভিযোগ দায়ের সংক্রান্ত করণীয়, জরিমানা আরোপ ও বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করেন। সবশেষে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে মূল আলোচনার পরিসমাপ্তি ঘটে।

No comments:

Post a Comment

Post Top Ad