একটা গরিব ছেলে কলেজে পড়তো সেই কলেজে একটা ধনী মেয়ে পড়তো এক দিন মেয়েটি কলেজে ঢুকছে হঠাৎ তার চোখে পড়লো একটা ছেলে গাছের নিচে বসে পড়ছে মেয়েটি ছেলেটির কাছে জায় মেয়েটি বললো তোমার নাম কি ছেলেটি বললো আকাশ মেয়েটি বললো তুমি এখানে বসে
পড়ছো কেন ছেলেটি বললো এমনি মেয়েটি তার নিজের নামটা বললো আমি নদী আচ্ছা আমরা বন্ধু হতে পারি
আকাশ অনেক ভেবে বন্ধুতের হাত বাড়াল নদী আকাশ দুজনে অনেক ভাল বন্ধু হয়ে গেল নদী আকাশ নিয়ে রেস্টুরেন্ট খেতে
জায় এভাবে তাদের বন্ধুতো চলতে থাকে এক দিন নদী আকাশ কে নিয়ে একটা পার্কে নিয়ে জায়
সেখানে একটা ফুল দিয়ে
নদী
আকাশকে প্রপোজ করে আকাশ নদী কে বলে দেখো আমি
গরিবের ছেলে আমি শুধু তোমার বন্ধু হতে পারি
তোমার
লাভার নয় নদী আকাশ কে
বুঝায় টাকা দিয়ে সব কিছু হয় না আকাশ রাজি নাহলেও নদী অনেক জোর করে
নদী ওঠে চলে জায় রাতে আকাশ কে ফোণ দিয়ে বলে তুমি যদি আমার ভালবাসা একসেপ্ট নাকরো তাহলে আমি ভাত খাবো না
আকাশ নদীকে বললো তুমি ভাত খাও নদী ভাবলো আকাশ তার ভালবাসা গ্রহণ করছে কিন্তু তার পর দিন আকাশ
নদী কে
অনেক বুঝায় দেখো আমি একটা গরিব ছেলে তুমি ধনী বাবার এক
মাত্র মেয়ে আমার ভালবাসা তোমার সাতে জায় না
নদী কোন কথা নাসুনে আকাশ কে বুকে টানে নিলো আকাশ বাধ্য হয়ে নদীকে ভালবাসা শুরু করল এভাবে চলতে থাকলো
তাদের ভালবাসা হঠাৎ একদিন নদীকে অন্য একটা হাত ধরে হেটে যেতে দেখে আকাশ কিন্তু আকাশ নদীকে কিছু বলতে
পারে
না
তার পরদিন নদী আকাশের সাতে দেখাকরে আকাশ নদীর সাতে কথা বলতে বলতে আকাশ বললো কাল
তুমি যে ছেলেটার
হাত
ধরে হেটে যাছিলে ছেলেটা কে নদী কথাটা অশিকার করে আকাশ চুপ থাকে কিছু বলেনা এদিকে
নদীর বাবা নদীর বিয়ে
ঠিক করে ফেলেছে কিন্তু নদী আকাশকে কিছু বলেনা আকাশ
বাড়ি ফিরছে আকাশের সাতে সেই ছেলের দেখা হলো রস্তায়
আকাশ
ছেলেটাকে ডেকে তার সাতে কথাবলে পরিচিত হয় ছেলেটা নাম সাগোর জিঞ্জেস করল ভাই সাগোর আপনার
সাতে
নদীর কতো দিনের বন্ধুতো সাগোর বললো আমাদের পারিবারিক ভাবে বিয়ের কথা ফাইনাল সাগোর
আকাশ কে বললো
তুমি
এই কথা কেন বলছো আকাশ বললো আমার সাতে ওর তিন বছরের সম্পর্ক সাগোর সব শুনলো এরপর সব
কথা
বাড়িতে
বললো কথা গুলো সব নদীর বাবার কাছে আসলো নদীর বাবা আকাশকে ডাকলো এবং আকাশকে অনেক বড়
বড়
কথা
বললো আকাশ নদীকে বললো তুমি কি আমায় ভালোবাসো নদী কোন কথা বললো না আকাশ আবার নদীকে
বললো তুমি
কার
সাতে থাকতে চাও নদী চুপ করে থাকলো
তারপর বললো সাগোরের সাতে থাকতেচাই আকাশ মাথা নিচু করে চলে আসলো
এভাবে চলতে থাকলো বহুদিন আকাশ নদীর সাতে কথা বলে না নদী আকাশের সাতে কথা বলে না বেস কিছু দিন পর
আকাশ
জানতে পারলো নদীর বিয়েটা হলোনা তবু্ও নদী আকাশের সাতে কথা বলেনা আকাশ ফোণ দিলে ফোণ কেটে দেয় নদী
এভাবে নদী আকাশের অসমাপ্ত প্রেম বয়ে যায় আরো দুই বছর ভ্যাগ কি নিরম্ম পরিহ্যস আকাশের সাতে নদীর দেখা হয় একটা
মার্কেটে নদী ও তার দুই বান্ধবী মার্কেটে করে চলে যাছে আকাশ মার্কেটে ধুকতে তাকে দেখতে পেল আকাশ পেছোন থেকে
নদীকে ডাকলো নদী সোন দুই বার ডাকার পরে নদী দাড়াল আকাশ নদীকে বললো আমার কিছু বলার ছিলো তোমাকে আমরা
কি
রেস্টুরেন্টে বসতে পারি নদী না করে দিলো হয়তো আর তোমার সাতে আমার দেখা হবেনা
বহুদিন না করোনা প্লিজ নদী আবার
ও
নাকরে দিলো আকাশ নদীকে বললো আমি দেশের বাহিরে চলেজাছি তুমি ভালো থেকো নদী হুম বলে
চলে গেল আকাশ খুব
কষ্টপেল
এভাবে চলেগেলো বেস কিছু দিন আকাশ দেশের বাহিরে চলেআসলো একদিন আকাশ জানতে পারলো
নদীর আবার
বিয়ে
ঠিক হইচ্ছে একটা আসামির সাথে কিন্তু নদীতা জানতো না বিয়ের দিন চলে আসলো বর জাত্রি
চলেআসলো বিয়ের আগ
মূহুতে
নতুন বরকে পুলিস গ্রেপ্তার করলো নদীর বিয়েটা আর হলোনা বিয়েটা ভেঙ্গে যাওয়ার বেস
কিছু দিন পর নদী আকাশের
ফেসবুকে
নক করে আকাশের সাতে আবার কথা বলা শুরু করে এভাবে চলতে থাকে তাদের কথা বলা একদিন
নদী বিয়ে করে
নেয়
আকাশ কে না বলে কিন্তু আকাশ তা জানতে পারে এর পর নদী শুরু করে তার নতুন জীবন চলতে
থাকে তার স্বপ্নের মধুখণ
হঠাৎ
করে নেমেআসলো তার জীবনে কালো ছায়া শুরু করেছে তারা নির্যাতিত নিপীড়ন চাইতে শুরু করলো যৌতুকে লাখ
লাখ
টাকা এভাবে নদীর জীবন ধোঁয়াশা হয়ে উঠলো একটা সময় নদী তার জীবন নিয়ে বিচলিত হয়ে ওঠে এবং নিয়ে নিল ডিভোর্সের
সিদ্ধান্ত অবশেষে ডিভোর্স হয়ে গেল সব শেষে নদী আকাশের জীবনে ফিরে আশার জন্য আবার চেষ্টা চলছে---------------
নাম বলতে অনিচ্ছুক তাই আকাশ, নদী, আর সাগর, দিয়ে বোঝানো হলো।
No comments:
Post a Comment